মাইক্রোসফট অফিস (Microsoft Office) প্রোগ্রামঃ
মাইক্রোসফট অফিস (Microsoft Office) প্রোগ্রাম হচ্ছে একটি জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম।
সারা বিশ্বব্যাপি ব্যবহৃত কম্পিউটার এপ্লিকেশনগুলোর মধ্যে এটি হচ্ছে বহুল আলোচিত ও জনপ্রিয় একটি প্রোগ্রাম।
১৯৮৮ সালে বিল গেটস লাস ভেগাসে একটি প্রদর্শনীতে মাইক্রোসফট অফিসের কথা প্রথম ঘোষণা দেন। এটি অনেকগুলো প্রোগ্রামের সমন্বয়ে গঠিত হলেও বেশি ব্যবহৃত প্রোগ্রামগুলো হচ্ছে – মাইক্রোসফট ওয়ার্ড ( Microsoft Word ), মাইক্রোসফট এক্সেল ( Microsoft Excel ) এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ( Microsoft PowerPoint ) । বছরের পর বছর ধরে এই অ্যাপ্লিকেশনগুলি উন্নত করা হচ্ছে যেমন বানান শুদ্ধি করন, ভিসুয়াল বেসিক প্রগ্রাম্মিং-এর সংযোজন ইত্যাদি । বিশ্বের লক্ষ লক্ষ লোক মাইক্রোসফট অফিস ব্যবহার করে ।
মাইক্রোসফট অফিস (Microsoft Office) প্রোগ্রাম সংস্ক্ররণগুলি হচ্ছে অফিস ২০০০, অফিস ২০০৩,
অফিস ২০০৭, অফিস ২০১০, অফিস ২০১৩, অফিস ২০১৬ এবং এরপর আসবে অফিস ২০১৯।
Fix In Tech ২০০৫ সাল থেকে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি বিষয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করে আসছে । কম্পিউটার সম্পর্কে যাদের কোন প্রফেশনাল দক্ষতা ও অভিজ্ঞতা নেই, তারা অনতিবিলম্বে আমাদের “মাইক্রোসফট অফিস” প্রোগ্রামটিতে ভর্তি হয়ে কম্পিউটার বিষয়ক সাধারন জ্ঞান অর্জন করতে পারেন।
এ কোর্সটিতে কোন কোন বিষয়সমুহ শেখানো হবেঃ
মাইক্রোসফট ওয়ার্ড : ব্যবহারকারীদের টেক্সট ডকুমেন্টস তৈরি করতে সাহায্য করে ।
মাইক্রোসফট এক্সেল : জটিল ডেটা / সংখ্যাসূচক স্প্রেডশীট গুলি সহজে তৈরি করে।
মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট : পেশাদারী মাল্টিমিডিয়া উপস্থাপনা তৈরির জন্য আবেদন অ্যাপ্লিকেশন ।
ইন্টারনেট এবং ই-মেইল ব্যবস্থাপনা, অনলাইন আবেদন, আউটসোর্সিং প্রাথমিক ধারণা ইত্যাদি
দ্রুত গতিতে বাংলা ও ইংরেজি টাইপিং প্রশিক্ষণ
অন্যান্য বিষয় সমূহঃ
কোর্সের মেয়াদ: ০৩ মাস
আমাদের বৈশিষ্ট্য:
মান সম্পন্ন ও সময়োপযোগি কোর্সকারিকুলাম
সকালে এবং বিকালে প্রশিক্ষণের সুযোগ।
প্রতিটি ক্লাসের আলাদা আলাদা লেকচার শীট।
চাকুরীজীবিদের জন্য বিশেষ সান্ধ্যকালিন ব্যাচ।
প্রত্যেক শিক্ষার্থীর জন্য পৃথক কম্পিউটার ব্যবস্থা ইত্যাদি।
ফলাফল ও সনদপত্র প্রদানঃ
কোর্সটি সফলভাবে সম্পন্ন করার পর একজন শিক্ষার্থী তার অফিসিয়াল কার্যক্রম দক্ষতার সহিত সম্পাদন করতে সমর্থ হবেন। কোর্স শেষে লিখিত ও প্র্যাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে যথাযথ মূল্যায়নের ভিত্তিতে অনলাইন ভেরিফাইড যুব উন্নয়ন প্রদত্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সনদপত্র প্রদান করা হয়। এই সনদপত্র দেশে ও বিদেশে সরকারি ও বেসরকারি চাকুরির জন্য বিশেষভাবে সহায়ক।
........